রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে শিশুদের মানবসেতু

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৬

মিয়ানমারে গণহত্যা, শিশুহত্যা, ধর্ষণ ও নিষ্ঠুর আচরণের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে শিশু শিক্ষার্থীরা মানবসেতু বানিয়ে অন্যরকম প্রতিবাদ করেছে।

বুধবার উপজেলার ২১নং কেউন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেনিকক্ষে শুয়ে পড়ে দুই হাত উপরে তুলে মিয়ানমারের মুসলমানের ওপর হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানায়।

কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি শিশুদের এই প্রতিবাদে সংহতি প্রকাশ করে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা করে বলেন, মানবতা ও নৈতিকতা হারিয়ে যাচ্ছে। অনতিবিলম্বে এ হত্যাযজ্ঞ বন্ধসহ এই অমানবিক কার্যকলাপের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ইয়াছির আরাফাত জানায়, আমাদের কেন হত্যা করা হয়- আমাদের কী অপরাধ? আমরা বাঁচতে চাই। তাই সবাই আসুন ঐক্যবদ্ধভাবে এই হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ববাসীর কাছে আবেদন জানাই।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :