বিশ্ব একাদশের সামনে লক্ষ্যমাত্রা ১৭৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৮

বিশ্ব একাদশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে স্বাগতিক পাকিস্তান। ফলে, জিততে হলে বিশ্ব একাদশকে করতে হবে ১৭৫ রান।

পাকিস্তানের পক্ষে আজ সর্বোচ্চ ৪৫ রান করেন বাবর আজম। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন আহমেদ শেহজাদ। এছাড়া শোয়েব মালিক ৩৯ ও ফখর জামান ২১ রান করেন। বিশ্ব একাদশের পক্ষে স্যামুয়েল বাদরি ২টি, থিসারা পেরেরা ২টি, বেন কাটিং ১টি ও ইমরান তাহির ১টি করে উইকেট নেন।

গত ম্যাচে একাদশে থাকলেও আজ বিশ্ব একাদশের প্লেয়িং ইলেভেনে নেই ড্যারেন স্যামি ও গ্র্যান্ট এলিয়ট। তাদের বদলে আজ একাদশে রাখা হয়েছে পল কলিংউড ও স্যামুয়েল বাদরিকে। গতকালের মতো আজও বিশ্ব একাদশের হয়ে খেলছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। গতকাল ২০ রানের জয় পেয়েছিল স্বাগতিকরা। তাই বিশ্ব একাদশের জন্য আজ সিরিজে টিকে থাকার লড়াই। পাকিস্তান যদি আজ জয় পায় তাহলে তারা এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিবে। এই সিরিজ অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ইনিংস: ১৭৪/৬ (২০ ওভার)

(ফখর জামান ২১, আহমেদ শেহজাদ ৪৩, বাবর আজম ৪৫, শোয়েব মালিক ৩৯, ইমাদ ওয়াসিম ১৫, সরফরাজ আহমেদ ০, সোহেল খান ১*; মরনি মরকেল ০/২০, বেন কাটিং ১/৫২, স্যামুয়েল বাদরি ২/৩১, পল কলিংউড ০/১৮, থিসারা পেরেরা ২/২৩, ইমরান তাহির ১/২৯)।

(ঢাকাটাইমস/১৩ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :