লিসবন সিটিতে কাউন্সিলর পদে প্রার্থী বাংলাদেশি রানা

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৭

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

পর্তুগালের রাজধানী লিসবন সিটি কাউন্সিল নির্বাচনে লিসবনের জইন্তা ফেগ্রেসিয়া সান্তা মারিয়া মাইওর এর কাউন্সিলর পদে নির্বাচন করছেন বাংলাদেশি রানা তাসলিম উদ্দিন। সান্তা মারিয়া মাইওর এর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পর্তুগিজ স্যোসালিস্ট পার্টির মৃগেল কোয়েলু।

১ অক্টোবর অনুষ্ঠিত হবে সিটি কাউন্সিল নির্বাচন। বাংলাদেশি রানা তাসলিম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন পর্তুগালের বর্তমান সরকারীদল পর্তুগিজ স্যোসালিস্ট পার্টি (পিএস) থেকে। একই দল থেকে লিসবনের বর্তমান মেয়র ফার্নান্দো মেদিনা অাবারও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দীর্ঘদিন পর্তুগালে বাংলাদেশ কমিউনিটিতে নেতৃত্ব দিয়ে আসছেন রানা তাসলিম উদ্দিন। তিনি বিগত ২৩ বছর ধরে বসবাস করছেন রাজধানী লিসবনে। এছাড়াও ১৮ বছরের বেশি সময় ধরে তিনি স্থানীয় ট্রাইব্যুনালের অফিসিয়াল দোভাষী হিসেবে কাজ করছেন। পর্তুগালের মূলধারার সাথে রানা তাসলিমের সম্পৃক্তা বহু আগে থেকেই।

রানা তাসলিম উদ্দিন জানান, প্রবাসে আমরা সবাই বাংলাদেশের প্রতিনিধি, পর্তুগিজ মূলধারায় রাজনীতি সম্পৃক্ততা হলেও সবকিছুর মূলেই আমাদের দেশকে প্রেজেন্ট করা। আমি নির্বাচিত হলে আমার দেশের নাম সবার আগে আসবে।

তিনি নির্বাচনে সকল বাংলাদেশির দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/সিকে/এলএ)