বাকৃবিতে পশুপালন শিক্ষার্থীদের আবারও বিক্ষোভ

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৫

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস

স্বতন্ত্র অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আবারও বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১২টার দিকে পশুপালন ছাত্র সমিতির আয়োজনে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।

গত ২০ আগস্ট স্বতন্ত্র অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে একটি মানববন্ধন করেন বাকৃবি পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। কিন্ত স্বতন্ত্র অর্গানোগ্রাম এখনও বাস্তবায়ন না হওয়াই আবারও বিক্ষোভ মিছিলের ডাক দেয় বাকৃবি পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলটি পশুপালন অনুষদ থেকে শুরু হয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এসে শেষ হয় এবং সেখানে তারা মানববন্ধন করেন।

পশুপালন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পশুপালন ছাত্র সমিতির সহ-সভাপতি ইশতিয়াক আহম্মদ পিহান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল নোমানসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)