রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,ঢাকাটাইমস

মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় এক মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

বুধবার বিকাল ৫টার দিকে গণজাগরণ মঞ্চ, খেলাঘর আসর, নাগরিক উদ্যোগ, প্রভাতী পাঠাগার, উদীচী শিল্পী গোষ্ঠী ও বাউল সংঘ কলাপাড়া শাখার উদ্যোগে পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্টিতে এ মানববন্ধন ও সমাবেশ হয়।

খেলাঘর জাতীয় পরিষদের সদস্য নাসির তালুকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- প্রকৌশলী টেনথান রাখাইন, রাখাইন নেতা ও শিক্ষক লুফ্রু মাস্টার, মানিকমালা খেলাঘর আসর খেপুপাড়া শাখার সভাপতি মিসেস মনোয়ারা বেগম, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক নিজাম উদ্দিন, বাউল সংঘ খেপুপাড়া শাখার সভাপতি মো.গোলাম মোস্তফা, ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি নীল রতন কুন্ডু প্রমুখ।

বক্তারা মিয়ানমার সরকারের কাছে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও নির্যাতন বন্ধ করে বাংলাদেশ থেকে তাদের ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব প্রদানের আহবান জানান।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)