বন্যার্তদের পাশে জাবি শিক্ষক সমিতি

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একদিনের বেতন কর্তন করে সে অর্থ বন্যার্তদের সহায়তায় প্রদানের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একইসাথে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

বুধবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদের সভাপতিত্বে এক জরুরি সাধারণ সভা হয়। সভা থেকে বন্যাদুর্গত মানুষকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের একদিনের বেতন কর্তন করে সংগৃহিত সমুদয় অর্থ শিক্ষক সমিতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে বন্যা কবলিত স্থানে বিতরণ করা হবে।

এছাড়াও সভা থেকে রোহিঙ্গাদের জাতিগতভাবে নিধনে মিয়ানমার সরকারের বর্বরোচিত আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

এর প্রতিবাদে আগামী ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিক্ষক সমিতির আয়োজনে একটি মানববন্ধন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :