নাজিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪৫

ফটিকছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

নাজিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুহাম্মদ মুছা (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে নাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মুছা নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গ্রামের গোল মুহাম্মদ তালুকদার বাড়ির জনৈক মুহাম্মদ আজমের বড় ছেলে। তিনি পেশায় একজন ওর্য়াকশপ মিস্ত্রি।

জানা গেছে, মুছা নাজিরহাট বাজারের আজম রোডস্থ সিকদার স্টিল নামক একটি দোকানে এসএস পাইপের কাজ করতেন। ওই দোকানের মালিক মুহাম্মদ কাসেম নাজিরহাট হাসপাতালে উত্তর দিকে নির্মাণাধীন একটি বাড়ির এসএস পাইপের কাজ নিয়ে নিহত যুবকসহ দোকানের চার কর্মচারী দিয়ে গত ১৫দিন ধরে কাজ করাচ্ছেন। বুধবার সকালে যথারীতি চার কর্মচারীই কাজে যোগদেন। নিহত যুবক ওই বাড়ির দ্বিতীয় তলার বারান্দায় কাজ করতে গিয়ে স্টিলের পাইপ ঘোরানোর সময় অসাবধনতা বশত পল্লী বিদ্যুতের সার্ভিস তারের সাথে সংযোগ লেগে বিদ্যুতায়িত হয়ে পড়েন। সহযোগিদের সহায়তায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মুছাকে দ্রত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)