টিপস

গুগলে বানান স্মৃতির অ্যালবাম

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১২:০১ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১১:৩৩
প্রিয়জনের সাথে আপনার পুরনো মুহূর্তগুলো ছবির অ্যালবামে বন্দি হয়ে আছে? সেই ছবিগুলোকে গুগল ফটোসে আপলোড করে সাজিয়ে রাখার ব্যবস্থা করেছে গুগুল। এর মাধ্যমে আপনার স্মৃতির অ্যালবাম সাজান ডিজিটাল ফরম্যাটে। জেনে নিন গুগল ফটোস ব্যবহার করে কীভাবে বানাতে পারবেন নিজের ফটোবুক। তবে এজন্য আপনাকে পয়সা খরচ করতে হবে।
ডেস্কটপ কম্পিউটার নিচের ধাপগুলো অনুসরণ করুন।
স্টেপ ১। আপনার ব্রাউজারে photos.google.com ওপেন করুন।
স্টেপ ২। আপনার গুগুল অ্যাকাউন্টে লগ ইন করুন।
স্টেপ ৩। বাঁ দিকে 'Photo books' অপশনে ক্লিক করে 'Start a book' এ ক্লিক করুন।
স্টেপ ৪। এবার ৭ ইঞ্চি সফটকভার আর ৯ ইঞ্চি হার্ডকভার থেকে যেকোন একটি সিলেক্ট করে নিন।
স্টেপ ৫। নিজের ফটো থেকে ২০ থেকে ১০০ টি ছবি পছন্দ করুন।
স্টেপ ৬। এরপর নিজে থেকেই আপনার ফটোবুক সেভ হয়ে যাবে।
স্টেপ ৭। এরপর 'Cart' এ ক্লিক করে পেমেন্ট করে দিন।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :