সৌদিতে সড়কে ঝরল তিন বাংলাদেশির প্রাণ

আমীর চারু, সৌদি আরব
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫০
ফাইল ছবি

সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বাংলাদেশি। আহত হয়েছেন আরও দুইজন। গত মঙ্গলবার সৌদি আরবের হাফার আল বাতেন রোড এর নারিয়াহ'য় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আবুল হোসেনের ছেলে কামাল হোসেন (২৮), একই গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে মোহাম্মদ হোসেন (৪০) ও বরুড়া উপজেলার গইনখালী গ্রামের সেলিম মিয়া (৩৮)। একই গাড়িতে থাকা চান্দিনার শ্রীমন্তপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জাকির হোসেন ও আমিন মেম্বারের ছেলে শরীফ মারাত্মকভাবে আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারওয়ার আলম।

বাংলাদেশ দূতাবাসের ওই কর্মকর্তা ঢাকাটাইমসকে জানান, গত মঙ্গলবার সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী দাম্মাম থেকে নিহত ও আহতরা দেশটির দক্ষিণের বন্দর নগরী জিজান যাওয়ার পথে তাদেরকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। মারাত্মক আহত অবস্থায় জাকির ও শরীফকে নারিয়াহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :