নাফে ভাসল আরও তিন রোহিঙ্গার লাশ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩২ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৯

মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতার ঘটনায় বাংলাদেশে পালিয়ে আসার পথে নৌকাডুবির ঘটনায় আরও তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নয়াপাড়া পয়েন্ট থেকে এক শিশু ও নারী এবং শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ থানার (ওসি) মো. মাইনউদ্দিন খান জানান, সকালে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌকাডুবির ঘটনায় ঘটেছে। এতে নারীর মৃতদেহ পাওয়া গেছে। এছাড়া গতকাল নৌকাডুবির ঘটনায় সকালে নয়াপাড়া থেকে আরও দুই রোহিঙ্গার মরদেহ পাওয়া যায়।

মিয়ানমারে নতুন করে সংহিস পরিস্থিতি সৃষ্টির পর থেকে এ পর্যন্ত নৌকাডুবি ও গুলিবিদ্ধ হয়ে ১১০ রোহিঙ্গার মরদেহ পাওয়া গেল।

রাখাইন রাজ্যে সহিংসতায় গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঠাঁই নিয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার মুখপাত্র জোসেফ ত্রিপুরা এ তথ্য জানিয়েছেন বলে এনডিটিভির খবরে বলা হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জানিয়েছে, এরই মধ্যে এই সহিংসতার শিকার হয়ে প্রায় তিন হাজার রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :