সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর মৃত্যুবার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৮

প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.)-এর মাজার শরিফে কোরআন খতম, মিলাদ মাহফিল দোয়া ও শিরনি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সৈয়দ মহসীন আলীর কবরে পুষ্পস্তবক অর্পন করেন তার সহধর্মিনী সৈয়দ সায়রা মহসিন এমপি, সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পরে মহসীন আলীর বাসভবনে মিলাদ ও ফ্রি মেডিকেল ক্যাম্প ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এদিকে শুক্রবার বিকাল ৩টায় পৌর জনমিলন কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে।

সভায় প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ।

প্রসঙ্গত, ২০১৫ সালের এই দিনে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসীন আলী মৃত্যুবরণ করেন।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :