ভর্তি পরীক্ষা

সবার সহযোগিতা চাইলেন ঢাবির নতুন ভিসি

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩২ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন।

বৃহস্পতিবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সহযোগিতা চান।

এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন ও অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ উপস্থিত ছিলেন।

গত ৪ সেপ্টেম্বর সরকারি এক প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেন। দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর অধীনে প্রথম ভর্তি পরীক্ষা। এজন্য ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সবকিছু তদারকি করছেন।

উপাচার্য বলেন, ‘পরীক্ষার হলে ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায়- এধরনের ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। ভর্তি পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি, অসদুপায় ও অনিয়ম বরদাশত করা হবে না।’ অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বলে জানান ভিসি।

আগামীকাল শুক্রবার সকাল ১০টায় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত।

এবছর ‘গ’ ইউনিটের অধীনে এক হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার ৩১১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।

ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :