রোহিঙ্গা নির্যাতন ও হত্যার প্রতিবাদে পাবনায় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৫

মিয়ানমারে সেনা সদস্য কর্তৃক রোহিঙ্গাদের ওপর নিষ্ঠুর নির্যাতন ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে পাবনার চাটমোহরে মানববন্ধন-সমাবেশ হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন চাটমোহর উপজেলা ও পৌর শাখা এই কর্মসূচির আয়োজন করে।

বৃহস্পতিবার সকাল দশটায় চাটমোহর থানা মোড়ের আমতলায় ঘন্টাব্যাপী মানববন্ধনে মানবাধিকার কর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।

মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, রোহিঙ্গা মুসলিমদের ওপর যেভাবে নির্যাতন করা হচ্ছে- তা খুবই অমানবিক ও ন্যাক্কারজনক। যা মেনে নেয়া যায় না।

বক্তারা অবিলম্বে হত্যা-নির্যাতন বন্ধে জাতিসংঘের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। সেইসাথে অং সান সুচির ‘শান্তিতে নোবেল’ পদক প্রত্যাহার করে নেয়ার দাবি জানান।

বক্তব্য রাখেন- চাটমোহর পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, হেলাল উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন চাটমোহর উপজেলা শাখার সভাপতি বেলাল হোসেন স্বপন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :