শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে শুয়ে পড়লেন শিক্ষকরা

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫২ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩০

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে যশোরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ করেছেন শিক্ষকরা। এসময় মন্ত্রী গাড়ি থেকে নেমে শিক্ষকদের কথা শোনেন। এমপিওভুক্তির বিষয়ে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে তিনি প্রতিনিয়ত যোগাযোগ করছেন বলে জানান শিক্ষামন্ত্রী।

দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকদের এমপিও না হওয়ায় তারা বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

যশোরে ৪৬তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে নুরুল ইসলাম নাহিদ মুজিব সড়কের সার্কিট হাউজে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন। এই সড়কেই শিক্ষকরা মানববন্ধন করছিলেন। শিক্ষামন্ত্রীর গাড়ি তাদের মানববন্ধন কর্মসূচিস্থলে এসে পৌঁছলে শিক্ষকরা বিক্ষোভ করেন এবং মন্ত্রীর গাড়ির সামনে শুয়ে পড়েন। এক পর্যায়ে মন্ত্রী গাড়ি থেকে নামতে বাধ্য হন।

স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :