সবচেয়ে বেশি বয়সী পান্ডার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৪ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০০

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী পোষা একটি জায়ান্ট পান্ডার মৃত্যু হয়েছে। চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজুতে ৩৭ বছর বয়সী পান্ডাটির মৃত্যু ঘটে। বাসি নামের পান্ডাটি অন্যান্য পান্ডার চেয়ে বেশি দিনই বেঁচেছিল।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বাসি বয়সের দিক থেকে এর সমগোত্রীয় সবাইকে ছাড়িয়ে গিয়েছিল। জায়ান্ট পান্ডা চীনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং এরা অত্যন্ত সুরক্ষিত থাকে। বিশ্বের বিভিন্ন দেশে কয়েক দশক ধরে এই পান্ডা সংরক্ষণ করায় এটি আর বিপন্ন প্রাণী নয়।

চীনের একটি উপত্যকা থেকে পান্ডাটিকে উদ্ধার করা হয়। পরে এর নাম দেয়া হয় বাসি। চার-পাঁচ বছর বয়স থেকেই প্রয়োজনীয় সব ধরনের সুবিধা পাচ্ছিল এটি।

বৃহস্পতিবার পান্ডাটির সম্মানে শেষবারের মতো গণশ্রদ্ধা জানানো হয়। চীনা রাষ্ট্রীয় টেলিভিশন শেষ শ্রদ্ধার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।

ফুজুর স্ট্রেটস জায়ান্ট পান্ডা রিসার্চ অ্যান্ড এক্সচেঞ্জ সেন্টার জানায়, অত্যন্ত শোকের সঙ্গে জানাচ্ছি যে, জায়ান্ট পান্ডা স্টার বাসি বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ৩৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছে।

১৯৯০ সালের এশিয়ান গেমসের জন্য মাসকটকে অনুপ্রাণিত করেছিল এই পান্ডাটি।দেশে এবং বিদেশে পান্ডাটি বন্ধুত্বের দূত ছিল।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :