রোহিঙ্গা হত্যার প্রতিবাদে ভোলায় ঐক্য পরিষদের স্মারকলিপি

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪১

মিায়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম, হিন্দু নির্বিশেষে রোহিঙ্গা জনগোষ্ঠীকে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভোলা জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ঐক্য পরিষদ নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন- জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আহবায়ক অবিনাশ নন্দী, সদস্য সচিব ধ্রুব হাওলাদার, নির্বাহী সদস্য শিপু কর্মকার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পূজা পরিষদের সভাপতি গোপাল সাহা, মদন মোহন মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পাল, ঐক্য পরিষদ নেতা দীলিপ ঘোষ, পেশাজীবী ঐক্য পরিষদ নেতা প্রকৌশলী দুলাল ঘোষ, নুপুর দে, সদর উপজেলা ঐক্য পরিষদ সভাপতি প্রবির দে, সাধারণ সম্পাদক মনোবেন্দ দত্ত রামু, সাংগঠনিক সম্পাদক লক্ষন দাস, পলাশ দাস প্রমুখ।

এসময় তারা রোহিঙ্গাদেরকে হত্যা ও নির্যাতন বন্ধ করে দ্রুত এ সমস্যা সমাধানের জন্য জোর দাবি জানান। সাথে সাথে রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের পূর্বের যায়গায় ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহবান জানান।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :