বন্যার্তদের সাহায্যার্থে ১৪ লাখ টাকা দিল চবি শিক্ষক সমিতি

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৪

দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৪ লাখ টাকার চেক দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার রাতে ঢাকায় জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে চেকটি হস্তান্তর করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্য দুর্গতদের সাহায্যার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একদিনের বেতনের অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দিতে পেরে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপাচার্য দেশের যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের আন্তরিকতাপূর্ণ সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে প্রধানমন্ত্রীকে আশ্বস্থ করেন।

অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিহির কুমার রায়, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুহাম্মদ মুয়াজ্জেম হোসেনসহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। শেখ হাসিনা বলেন, মানবতার সেবায় প্রত্যেকের অবস্থান থেকে সাহায্য-সহযোগিতা নিয়ে এগিয়ে এলে বন্যা কবলিত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। বন্যার্তদের দুঃখ-দুর্দশা লাঘবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মত অন্যান্য প্রতিষ্ঠান এবং দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :