নরসিংদীতে ঘুষ নিতে বিআরটিএ’র কর্মচারী আটক

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৫

১০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে দুদক কর্মকর্তার নিকট হাতেনাতে ধরা খেয়েছে বিআরটিএ নরসিংদীর সিল মেকানিক সুমন কুমার সাহা। বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক রেজাউল করিম ফাঁদ পেতে তাকে গ্রেপ্তার করেছেন।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, সম্প্রতি ইয়াছিন আরাফাত নামে বেলাব উপজেলার এক ব্যক্তিকে কোন প্রকার আবেদন ও পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স করে দেবে বলে ২৫ হাজার টাকায় দফারফা করে। এর মধ্যে ইয়াছিন আরাফাত নগদ ১০ হাজার টাকা তাকে অগ্রিম প্রদান করবে। বাকি টাকা লাইসেন্স করে দেয়ার পর দেবে বলে জানান।

এই অবস্থায় ইয়াছিন আরাফাত ঘটনাটি দুদককে লিখিতভাবে জানালে দুদকের সহকারী পরিচালক রেজাউল করিম তাকে ধরার জন্য বৃহস্পতিবার ফাঁদ পেতে বসে থাকে। ইয়াছিন আরাফাত তাকে নগদ ১০ হাজার টাকা দেয়ার সাথে সাথেই দুদক কর্মকর্তারা তাকে নগদ টাকাসহ হাতেনাতে ধরে ফেলে।

এ ব্যাপারে সুমনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :