নরসিংদীতে বিএনপি নেতা হারুনের ত্রাণ বিতরণ

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৭

নরসিংদী সদরের চারবার নির্বাচিত সংসদ সদস্য সামসুদ্দিন আহমেদ এছাকের জেষ্ঠ্য পুত্র জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হারুন অব রশিদ হারুন বলেন, আমি এখানে এসে হতবাক হয়ে গেছি। নদীর ভাঙনের শিকার হয়ে শত শত মানুষ মানবেতর জীবন যাপন করছে। আপনাদের এই দুর্দিনে আমরা আপনাদের পাশে শিকড়ের টানে এসেছি। কেননা আমার পিতা সামসুদ্দিন আহমেদ এছাক চরের সন্তান ছিলেন।

তিনি বৃহস্পতিবার সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের শুটকিকান্দা গ্রামের মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ও এছাক পরিবারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।

এসময় তার সাথে ছিলেন- এছাক পুত্র সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির আহমেদ।

নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শুটকিকান্দা গ্রামে ত্রাণ বিতরণকালে তিনি বলেন, আপনাদের ভোটে চার চারবার নির্বাচিত এমপি সামসুদ্দিন আহমেদ এছাক যেমনিভাবে আপনাদের পাশে এসে দাঁড়িয়ে ছিলেন, আমরাও আপনাদের পাশে আছি এবং সব সময় থাকব। আপনাদের এই দুর্দিনে এছাক পরিবারের পক্ষ থেকে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি।

ভাইস-চেয়ারম্যান কবির আহমেদ বলেন, আপনারা যেমন আমাদের পাশে ছিলেন, আমি এবং আমার পরিবারও আপনাদের পাশে আছে এবং সব সময় থাকবে।

চরবাসীদের জন্য এছাক পরিবারের দ্বার সবসময় উন্মুক্ত আছে এবং থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাবু মাখন দাস, এনএসপির সাধারণ সম্পাদক মু. নাছিবুর রহমান খান, সহকারী সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মনির হোসেন, সামসুদ্দীন মিয়া, করিমপুরের মলু হোসেন, কামাল ভান্ডারী, হালিম মিয়া, হান্নান মিয়া, স্থানীয় ইউপি মেম্বার আশরাফ উদ্দিন, ছাত্রনেতা দীপক কুমার প্রিন্স, আবুল ফজল, বাপ্পী প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :