বাকৃবিতে ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে তালা

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৭

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সম্পর্কিত ছাত্রলীগের ২১ দফা দাবি আদায় না হওয়ায় ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

বাকৃবি শাখা ছাত্রলীগ কর্মীদের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এই এ তালা লাগানো হয়।

গত ২০ এপ্রিল সাধারণ শিক্ষার্থীদের পড়ালেখা ও বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায়ের লক্ষ্যে ২১ দফা দাবি উত্থাপন করে একটি সংবাদ সম্মেলন করে বাকৃবি শাখা ছাত্রলীগ। কিন্তু এতোদিনেও তাদের কোনো দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ পূর্ব ঘোষণা ছাড়াই প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে সাথে নিয়ে এক বিক্ষোভ মিছিলের ডাক দেয় বাকৃবি ছাত্রলীগ। মিছিল শেষে বিশ্ববিদ্যালয় ছাত্রবিষয়ক উপদেষ্টার কার্যালয় ঘেরাও করেন তারা।

এক পর্যায়ে নেতাকর্মীরা ছাত্রবিষয়ক উপদেষ্টার অফিসে ঢুকে তার পদত্যাগের দাবি জানান। বিক্ষোভের মুখে একসময় ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী কক্ষ থেকে বের হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি এতোদিন যখন তোমাদের কোনো দাবি মানতে পারি নি, তখন আজকে আমার পদত্যাগের দাবিটি পূরণের চেষ্টা করবো। উপাচার্যের সাথে কথা বলে আমি আমার সিদ্ধান্ত জানাবো।

এরপর তিনি প্রক্টরের গাড়িতে করে কার্যালয় ত্যাগ করেন। উপস্থিত নেতাকর্মীরা তখন তার কার্যালয়ে ঢুকে তালা লাগিয়ে দেন। এরপর স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়স্থ ছাত্রলীগের কার্যালয়ের দিকে চলে যান।

শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী মুঠোফোনে বলেন, কয়েকমাস ধরেই দাবিগুলো আদায়ের তাগাদা দেয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন। তাই সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার কার্যালয় ঘেরাও করে।

পদত্যাগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :