অডিট সাময়িক বন্ধ রাখার চিন্তা করছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩০

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অডিট নিয়ে যে অভিযোগ তা কীভাবে কমানো যায় যে ব্যাপারে কাজ হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি বলেন, আডিট নিয়ে অভিযোগ কমাতে চাই, এ ব্যাপারে সাময়িক অডিট কাজ বন্ধ রাখা যায় কি না সে চিন্তু করা হচ্ছে। ব্যবসা ও করবান্ধব এনবিআর করা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টটেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) মিলনায়তনে চার্টার্ড মেম্বার কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন। আইসিএবি ‘মেম্বারস কনফারেন্স অন চেইঞ্জ ইন ইনকাম ট্যাক্স ব্রট বাই দ্য ফাইন্সিয়াল অ্যাক্ট ২০১৭’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।

নজিবুর রহমান বলেন, ‘রাজস্ব অডিট নিয়ে যে অভিযোগ আসে তা কীভাবে মিনিমাইজ করা যায় তা চিন্তা করছে এনবিআর। আমাদের বৈপ্লবিক চিন্তাও রয়েছে- কিছুদিন অডিট বন্ধ রেখে দিতে পারি। এতে খুব একটা আকাশ ভেঙে পড়বে না। যেভাবে আমাদের করদাতারা কর দিয়ে রাজস্ব বাড়াচ্ছেন, বাহাদুরি দেখাচ্ছেন।’

তিনি বলেন, ‘এনবিআর সারাদেশে অভ্যন্তরীণ সম্পদ আহরণের প্রয়াস চালাচ্ছে। সেজন্য এনবিআর উপজেলা পর্যেন্ত আয়কর অফিস করছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে কর সেবা দেয়া হচ্ছে। এর মাধ্যমে প্রান্তিক পর্যায় পর্যন্ত এনবিআর চলে যাচ্ছে।’

কর আহরণে আইসিএবি’র সহায়তা চেয়ে চেয়ারম্যান বলেন, ‘আইসিএবি সহায়তা করলে ট্যাক্স গ্যাপ অনেক মিনিমাইজ করা যাবে।’

তিনি বলেন, ‘আইসিএবি এর সঙ্গে এনবিআর ঘনিষ্ঠ পার্টনারশিপ স্থাপন করবে। আইসিএবি এবং এনবিআর যত ঘনিষ্ঠভাবে কাজ করবে তত দেশের মঙ্গল হবে। আমাদের সামনে যত বড় চ্যালেঞ্জ আসুক না কেন আমরা রাজস্ব আহরণ করবো।’

নজিবুর বলেন, ‘আমাদের সামনে যত বড় রাজস্ব লক্ষ্যমাত্রা আসুক না কেন আমরা তা অর্জন করবো। আইসিএবির সঙ্গে ঘনিষ্ঠ পার্টনারশিপের মাধ্যমে রাজস্ব আহরণ করা হবে। সেজন্য এনবিআর নতুন নতুন ইনোভেটিভ অ্যাপ্রোচ নিয়ে আসছে।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এনবিআর আয়কর ক্যাম্প করছে। সারাদেশে এ ক্যাম্প করা হচ্ছে। যারা এখনো এনবিআরের ট্যাক্স নেটে আসেনি তাদেরকে ট্যাক্সের আওতায় নিয়ে আসতে এ ক্যাম্প করা হচ্ছে। এ ক্যাম্পের মাধ্যমে করযোগ্য ব্যক্তিদের বুঝানো হবে। তাদের আশ্বস্ত করা হবে যে কর দিলে কোনো অসুবিধা নেই। আপনি ট্যাক্স জালের মধ্যে আটকা পড়বেন না। জনকল্যাণে কর দেবেন, দিলে ট্যাক্স আপনার কাছে ফিরে আসবে।’

তিনি বলেন, ‘পরিসংখ্যান ব্যুরোর হিসেবে বাংলাদেশে আট মিলিয়ন অর্থাৎ ৮০ লাখ ব্যবসায়িক ইউনিট রয়েছে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ একটি বিজনেস রেজিস্টার তৈরি করছে। বিজনেস রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হবে। যেসব প্রতিষ্ঠান এখনো করের আওতায় আসেনি তাদের করের আওতায় নিয়ে আসা হবে। এক্ষেত্রে কাউকে কোনো প্রকার হয়রানি করা হবে না। যাতে বিদেশের মতো পে ট্যাক্স অ্যান্ড রিলাক্স অর্থাৎ যাতে সবাই কর দিয়ে আয়েশ করে থাকতে পারেন।’

নজিবুর রহমান তিনি বলেন, ‘এনবিআর নতুন কাস্টমস আইন তৈরি করছে। ইতোমধ্যে একটি কাস্টমস আইনের খসড়া তৈরি করা হয়েছে। তা মন্ত্রিসভায় পাঠানো হবে। সহসাই তা সংসদে পাস হবে। ভ্যাট আইন করা হলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। ২০১৯ সালে তা কার্যসকর হবে। যে দুই বছর সময় পাওয়া গেছে এই সময় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হবে।’

তিনি আরও বলেন, নতুন আয়কর আইন করা হবে। বাংলাদেশে আয়করের ক্ষেত্রে বিশাল সম্ভাবনা রয়েছে। নতুন আইনের মাধ্যমে সে সম্ভাবনা কাজে লাগানো হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সহজ, আন্তর্জাতিক রীতিনীতি সমৃদ্ধ করে বাংলা ভাষায় আইন করা হবে।২০১৮ সালে এ আইন পাস হবে বলে আশা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএবি’র প্রথম সভাপতি ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ। বক্তব্য রাখেন, এনবিআর সদস্য ব্যারিষ্টার জাহাঙ্গীর হোসেন, পারভেজ ইকবাল, মো. লুৎফর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. মেহেদী হাসান এফসিএ।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/জেআর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বয়কটের ডাকে অর্ধেকে নেমেছে তরমুজের দাম, তবুও ক্রেতা নেই

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :