রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে উত্তাল বায়তুল মোকাররম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২১ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৯

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর অব্যাহত নির্যাতনের প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ করেছে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।

শুক্রবার জুমার নামাজ শেষে হেফাজতে ইসলাম এই বিক্ষোভ করে। বিক্ষোভে হেফাজতের নেতাকর্মী ছাড়াও অনেক সাধারণ মানুষও অংশ নেন। সমাবেশকে ঘিরে প্রতিবাদে মুখর হয়ে উঠে বায়তুল মোকাররম এলাকা।

বিক্ষোভপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে হেফাজত নেতারা বলেন, সরকারের মাধ্যমে ত্রাণ বিতরণ করলে আশ্রয় নেয়া রোহিঙ্গারা ত্রাণ পাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

সবাইকে ত্রাণ বিতরণের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ত্রাণ বিতরণে বাধা না দিয়ে যারা ত্রাণ দিতে চায় তাদের সুযোগ দিন। তা না হলে অনেকেই ত্রাণ পাবে না।

ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ফেরাউনের সময় শিশুদের যেভাবে হত্যা করা হয়েছিল, ঠিক সেভাবে আরাকানেও নির্যাতন করা হচ্ছে। আরাকানে সূচিকে ডুবিয়ে মারা হবে।

বক্তারা বলেন, মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা, ধর্ষণ এবং তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়ার ঘটনার পর সারা বিশ্বের বিবেকবান মানুষ এর প্রতিবাদ করছে। অথচ মিয়ানমার সরকার তাতে কর্ণপাত করছে না। এ অবস্থায় বাংলাদেশের কোনো মুসলমান বসে থাকতে পারে না। আমাদের সবাইকে এই গণহত্যার প্রতিবাদে আরও সোচ্চার হতে হবে। রাখাইনে রোহিঙ্গা নির্যাতন বন্ধ না হলে মিয়ানমারের পণ্য বর্জন করা হবে বলে বক্তারা জানান।

হেফাজতের কর্মসূচিকে ঘিরে সংগঠনটির হাজার হাজার কর্মী নামাজের আগ থেকেই বায়তুল মোকাররম মজসিদে জড়ো হতে থাকেন। এছাড়া সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :