চার বছর পর আশরাফুলের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৯

তিনি এখনও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন। কিন্তু সেটা অনেক পরের ব্যাপার। তার এ স্বপ্নে অনেক বাঁধা আপাতত। তবে তিনি যে ফুরিয়ে যাননি তার প্রমাণ দিলেন দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে।

আজ থেকে শুরু হয়েছে লঙ্গার ভার্সন ক্রিকেট লিগ এনসিএল। আশরাফুলের দল ঢাকা মেট্রো। জহুর আহেমেদ স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে প্রথম দিনে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ভালো অবস্থায় পৌঁছে দিয়েছেন আশরাফুল। দিন শেষে ঢাকা মেট্রোর প্রথম ইনিংসে রান ৫ উইকেটে ২৫৭ রান।

১৯৪ বলে ১০৪ রানে আউট হন মোহাম্মদ আশরাফুল।১২টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি।

তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর ঘরোয়া ক্রিকেটে ফিরলেও রান পাচ্ছিলেন না ব্যাটে। কয়েকবার ভালো ইনিংসের পথে এগুলেও শেষ পর্যন্ত বড় রান করতে পারেননি।

জাতীয় লিগে রান পাননি বলে বিসিএলে খেলা হয়নি তার। এবার ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিলেও সেখানেও তেমন সুবিধে করতে পারেননি। ১০ ম্যাচে ২ হাফ সেঞ্চুরিতে তিনি রান করেছিলেন ২৪০।

আশরাফুল সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে। ওই বছরই ঘরোয়া লিগে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে খেলেছিলেন ১৩৩ রানের দারুণ এক ইনিংস।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :