‘পার্বত্য চট্টগ্রামকে সরকার কারাগারে পরিণত করেছে’

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৯

সরকার পার্বত্য চট্টগ্রামকে একটা বৃহত্তম কারাগারে পরিণত করেছে। পার্বত্যাঞ্চলে যারা বসবাস করছে, তারা বুক ফুলিয়ে হাঁটতে পারে না। তারা তাদের ইচ্ছা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরতে পারে না। চতুর্থদিকে নিষ্পেষিত অবস্থায় প্রতিটি মহূর্ত। তারা সুষ্ঠুভাবে শ্বাস ফেলতে পারে না। শ্বাসরুদ্ধকর বাস্তবতায় তাদের বসবাস করতে হচ্ছে। এ অবস্থা দিন দিন কঠোর থেকে আরো কঠোর হচ্ছে।

কথাগুলো বলেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

শুক্রবার রাঙামাটিতে সাবেক সাংসদ প্রয়াত মানবন্দ্রে নারায়ণ লারমার ৭৮তম জন্মদিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী ভূমির অধিকার দেয়ার কথা থাকলেও শাসকগোষ্ঠী সেই অধিকার জেলা পরিষদের মাধ্যমে এখনো ফিরিয়ে দেয়নি।

জেলা পরিষদ বর্তমানে ‘আওয়ামী লীগের অফিস’ আখ্যায়িত করে সন্তু লারমা বলেন, পরিষদে পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রতিনিধি থাকার কথা থাকলেও আছে আওয়ামী লীগের প্রতিনিধি।

জেলা শিল্পকলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়।

বক্তব্যে দেন আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা, সূবর্ণ চাকমা প্রমুখ।

আলোচনা সভা শেষে সাবেক সাংসদ প্রয়াত মানবন্দ্রে নারায়ণ লারমার ৭৮তম জন্মদিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :