রাঙামাটিতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইমামদের নিয়ে সভা

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৯

রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়; সেজন্য বিভিন্ন মসজিদের ইমামদের সাথে বিশেষ সভা করেছেন জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

শুক্রবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।

সভায় বলা হয়, রোহিঙ্গা ইস্যূকে কেন্দ্র করে রাঙামাটিতে যেন অপ্রীতিকর সৃষ্টি না হয় সেজন্য সজাগ থাকতে হবে। সভায় গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে একে অপরের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানানো হয়। এ ইস্যূকে পুঁজি করে কেউ যেন শান্তি পরিবেশ ঘোলাতে করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে বলা হয়।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :