সাত দেশ এক হয়েও পারলো না

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪০ | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০৯

পাকিস্তানের কাছে সিরিজ হেরে গেল বিশ্ব একাদশ। গত রাতে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব একাদশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচে ৩৩ রানের জয় পেয়েছে পাকিস্তান। ফলে, সিরিজটি তারা জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।

সিরিজের প্রথম ম্যাচে ২০ রানে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জিতেছিল বিশ্ব একাদশ। এই কারণে শেষ ম্যাচটি নিয়ে খুব উত্তেজনা ছিল। তবে, পুরো সিরিজে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে অসাধারণ খেলে সিরিজটি জিতে নিয়েছে স্বাগতিক পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে গতকাল প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে পাকিস্তান। পরে বিশ্ব একাদশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান করতে সক্ষম হয়।

বিশ্ব একাদশের স্কোয়াডটি সাজানো হয়েছে মোট সাত দেশ থেকে খেলোয়াড় নিয়ে। এর মধ্যে বাংলাদেশ থেকে নেয়া হয় তামিম ইকবালকে। সাউথ আফ্রিকা থেকে নেয়া হয় ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, ডেভিড মিলার, মরনি মরকেল ও ইমরান তাহিরকে।

অস্ট্রেলিয়া থেকে নেয়া হয় জর্জ বেইলি, টিম পেইনে ও বেন কাটিংকে। ইংল্যান্ড থেকে নেয়া হয় পল কলিংউডকে। নিউজিল্যান্ড থেকে নেয়া হয় গ্র্যান্ট এলিয়টকে। শ্রীলঙ্কা থেকে নেয়া হয় থিসারা পেরেরাকে। আর ওয়েস্ট ইন্ডিজ থেকে নেয়া হয় ড্যারেন স্যামি ও স্যামুয়েল বাদরিকে।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৩৩ রানে জয়ী পাকিস্তান।

পাকিস্তান ইনিংস: ১৮৩/৪ (২০ ওভার)

(ফখর জামান ২৭, আহমেদ শেহজাদ ৮৯, বাবর আজম ৪৮, শোয়েব মালিক ১৭*, ইমাদ ওয়াসিম ০, সরফরাজ আহমেদ ০*; স্যামুয়েল বাদরি ০/২৮, মরনি মরকেল ০/৪২, বেন কাটিং ০/২৬, থিসারা পেরেরা ২/৩৭, ড্যারেন স্যামি ০/২৪, ইমরান তাহির ০/২৬)।

বিশ্ব একাদশ ইনিংস: ১৫০/৮ (২০ ওভার)

(তামিম ইকবাল ১৪, হাশিম আমলা ২১, বেন কাটিং ৫, ফাফ ডু প্লেসিস ১৩, জর্জ বেইলি ৩, ডেভিড মিলার ৩২, থিসারা পেরেরা ৩২, ড্যারেন স্যামি ২৪*, মরনি মরকেল ১, স্যামুয়েল বাদরি ০*; ইমাদ ওয়াসিম ১/৩৪, উসমান খান ১/২৬, হাসান আলী ২/২৮, রুম্মন রইস ১/২০, মোহাম্মদ নওয়াজ(৩) ০/৭, শাদব খান ০/৩৪)।

সিরিজ ফল: তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জয়ী পাকিস্তান।

প্লেয়ার অব দ্য ম্যাচ: আহমেদ শেহজাদ (পাকিস্তান)।

প্লেয়ার অব দ্য সিরিজ: বাবর আজম (পাকিস্তান)।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :