আসছে ফেসবুক টিভি, দেখা যাবে সিনেমাও

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫৭

পৃথিবীর শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আগামী এক বছরে অরিজিনাল ভিডিও কনটেন্টে এক বিলিয়ান মার্কিন ডলার বিনিয়োগ করছে। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে। এই সেবার আওতায় ফেসবুকের মাধ্যমে লাইভ টিভি, সিনেমা, টিভি সিরিজ সব দেখা যাবে।

নতুন ব্যাবসার দিক খুঁজে পেতেই এই উদ্যোগ ফেসবুকের। তবে অ্যাড দেখিয়ে নাকি সাবস্ক্রিপশান এর মাধ্যমে, কিভাবে ফেসবুক এর থেকে টাকা রোজগার করবে তা এখনো জানা যায়নি।

কিছুদিন আগেই জানা গিয়েছিল যে ফেসবুক তাদের অরিজিনাল ভিডিও কন্টেন্ট-এর জন্য বিনিয়োগ করতে চলেছে। এবার ওয়াল স্ট্রিট জার্নাল-এর মতো পত্রিকায় সেই খবর প্রকাশিত হওয়ায় তার গুরুত্ব বাড়লো।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা