কিপিং-ব্যাটিং না শুধু ব্যাটিং সিদ্ধান্ত প্রস্তুতি ম্যাচের পর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:১৪ | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:১৩

মুশফিকুর রহিম কি উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসাবেই খেলা চালিয়ে যাবেন না স্পেশাল ব্যাটসম্যান হিসাবে খেলবেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। এর আগে কয়েকবার দেখা গেছে তিনি শুধু ব্যাটসম্যান হিসাবেই খেলেছেন। তবে, বাংলাদেশ দলের আসন্ন সাউথ আফ্রিকা সফরে তিনি উভয় ভূমিকায় থাকবেন না শুধু ব্যাটসম্যান হিসাবে খেলবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে প্রস্তুতি ম্যাচের।

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগে সকালে সংবাদ সম্মেলনে সফর নিয়ে কথা বলেছেন টেস্টে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিমি।

মুশফিকুর রহিম বলেছেন, ‘ওখানে আমোদের তিনদিনের একটি প্র্যাকটিস ম্যাচ আছে। তারপর টিম ম্যানেজমেন্টর সঙ্গে কথা বলে যদি মনে হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসাবে খেললে ভালো হয় তাহলে সেভাবে খেলব। যদি মনে হয় না শুধু ব্যাটসম্যান হিসাবে খেললে ভালো হয় তাহলে সেটা করব’।

তিনি আরও বলেন, ‘সাউথ আফ্রিকায় আমাদের তিন ফরম্যাটেই ভালো করার সুযোগ আছে। যদিও আমাদের বোলাররা অনভিজ্ঞ। কিন্তু দক্ষ। তারা যদি প্ল্যান অনুযায়ী বল করতে পারে তাহলে ওদের ব্যাটসম্যানরা স্ট্রাগল করবে’।

আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৬ অক্টোবর। ওয়ানডে সিরিজের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫, ১৮ ও ২২ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে ২৬ ও ২৯ অক্টোবর। মূল সিরিজ শুরুর আগে আগামী ২১-২৩ সেপ্টেম্বর স্বাগতিকদের বিরুদ্ধে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :