যেখানে মানবিক বিপর্যয় সেখানেই ছাত্রলীগ: জাকির হোসাইন

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৪

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, শুধু রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোই নয় দেশের যেখানেই মানবিক বিপর্যয় ঘটবে সেখানেই সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ছাত্রলীগ। পড়াশোনার পাশাপাশি ছাত্র-রাজনীতিই ছাত্রলীগের একমাত্র উদ্দেশ্য নয়, সেই রাজনীতি কীভাবে সাধারণ মানুষের তরে কল্যাণকর করে তোলা যায় ছাত্রলীগের প্রত্যকটি নেতাকর্মী সেই অনুশীলণ করবে। রাজনীতির মূল উদ্দেশ্যই জনকল্যাণ। যা ছাত্রাবস্থা থেকেই চর্চা করতে হবে।

শনিবার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা ও হাজী কোরপ আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে জাকির এসব কথা বলেন।

এদিন সিরাজগঞ্জ পৌর, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, সিরাজগঞ্জ সরকারি কলেজ, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ সরকারি ম্যাটস শাখা ছাত্রলীগের সম্মেলনও অনুষ্ঠিত হয়।

জাকির বলেন, প্রতিবেশি দেশ মিয়ানমারে সংঘাত বৃদ্ধি পাওয়ায় লাখ লাখ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অসহায় রাখাইনবাসীকে এদেশে আশ্রয় দিয়ে দক্ষিণ এশিয়াকে বড় ধরনের মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। যার জন্য তাকে বলা হচ্ছে মাদার অব হিউমিনিটি। বহির্বিশ্বের কাছে বাংলাদেশ পরিচিত পাচ্ছে এক মানবিক রাষ্ট্র হিসেবে।

বাংলাদেশের নানা সীমাবদ্ধতার মাঝেও লাখো রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের শান্তিপ্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছেন তার জন্য শান্তিতে নোবল পুরস্কার ভূষিত করা এখন সময়ের দাবি বলেও তিনি উল্লেখ করেন।

জাকির হোসাইন বলেন, রোহিঙ্গাদের অবস্থা এতটাই শোচনীয় যে খালি হাতে তাদেরকে এদেশে আশ্রয় নিতে হয়েছে। বাংলাদেশ সরকার যথাসাধ্য সাহায্য করছে। কিন্তু সবার প্রতি আহ্বান থাকবে এসব অসহায় মানুষদের পাশে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিন।

এসময় তিনি ছাত্রলীগের নেতাকর্মীকে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না। এছাড়াও অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ বুলবুল বাপ্পি, রাজিব আহমেদ রাসেল, নাজমুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লালন, উপ-দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।

ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/প্রতিনিধি/টিএ/জেডএ

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :