অনলাইন ফেয়ার শুরু কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১০:১৩ | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৯

দিন দিন আনলাইনে কেনাকাটা জনপ্রিয় হচ্ছে। অনেক পছন্দের জিনিস এখন অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসেই পপাওয়া যায়। আর অনলাইন শপগুলোকে এক ছাদের নিচে আনছে বাংলাদেশ অনলাইন বিজনেস ফোরাম।

প্রথমবারের মতো ই-কমার্স শপ বিক্রেতা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ অনলাইন ফেয়ার-২০১৭। আগামীকাল রবিবার থেকে পাঁচ দিনব্যাপী এই মেলা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। রবিবার সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করবেন বেসিসের সভাপতি মোস্তফা জব্বার। রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের হোয়াইট হলে হবে এ মেলা।

মেলায় থাকবে দেশি-বিদেশি কাপড়, কসমেটিক্স, জুয়েলারি, মেন্স কালেকশন, ফার্নিচার, লেদার প্রোডাক্ট ও হ্যান্ডিক্রাফটসহ ক্রিয়েটিভ আইটেম।

কিডস কালেকশন নিয়ে ৫০টি ই-কর্মাস প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানান মেলার আয়োজকরা। মেলায় বিভিন্ন অফারসহ রয়েছে কেনাকাটায় ফুড কুপন। যে কুপন দিয়ে ফ্রি খাওয়া যাবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/জেআর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :