ময়মনসিংহে লাশ উদ্ধার: আতঙ্কে মেডিকেল শিক্ষার্থীরা

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৫

ময়মনসিংহে মেডিকেল কলেজ হোস্টেল সংলগ্ন ট্যাঙ্ক থেকে লাশ উদ্ধারের ঘটনায় ওই কলেজ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। শনিবার নিজেদের নিরাপত্তা ও অন্যান্য দাবিতে ক্লাস বর্জন করে আল্টিমেটাম দিয়ে কলেজ গেইটে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

দিন ব্যাপী এ কর্মসূচি পালন করেন কলেজের ইন্টার্ন চিকিৎসকদের নেতৃত্বে ওই শিক্ষার্থীরা ।

প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর ঘটনাস্থল থেকে পুলিশ জাহাঙ্গীর নামে এক কিশোরের লাশ উদ্ধার করে।

কলেজ হোস্টেলে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, নিরাপত্তা জোরদার, বসবাসকারি শিক্ষার্থীদের পরিচয়পত্র, হোস্টেলের দেয়াল উঁচু করে কাঁটা দিয়ে ঘিরে দেয়াসহ ৬ দফা দাবি আদায়ে আল্টিমেটাম দিয়ে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

কলেজের ভাইস প্রিন্সিপাল আ.ন.ম ফজলুল হক পাঠান দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মসূচি থেকে ফিরে আসার আহবান জানান।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এমডি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :