রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১২:২৮

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা, নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে শহরের প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ মানবধিকার কমিশন ফরিদপুর শাখা।

আধা ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলাকালে বক্তব্য দেন আহমেদুল বারী বাবু, আক্তারুজ্জামান, একে আজাদ, প্রফেসর শওকত আলী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর যে নির্মম নির্যাতন হচ্ছে তা কোনো শান্তিপ্রিয় মানুষ মেনে নিতে পারে না। তারা বলেন, নোবেলবিজয়ীর দেশের এমন গণহত্যা কোনো মানুষ নেমে নিতে পারে না। আমরা আন্তর্জাতিক মহলের কাছে এই সংকটের সুষ্ঠু সমাধান চাই।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :