রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক ফখরুলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৭ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৮

রোহিঙ্গা ইস্যুতে বিএনপি সরকারকে সহযোগিতা করতে চায় জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পারস্পরিক কাদা ছোড়াছুড়ি না করে আসুন জাতীয় ঐক্যের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করি।’

রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা (বিএনপি) বিভক্তি করি নাই, বিভক্তি চাইও না, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। সরকারের উচিত অবিলম্বে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করা এবং সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা করা।’

এদিকে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ ও তাদের পুনর্বাসনের জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোহিঙ্গাদের সহায়তার জন্য বিএনপি গঠিত ত্রাণ বিতরণের টিমের আহ্বায়ক মির্জা আব্বাস। দলের পক্ষ থেকে ত্রাণ নিয়ে মির্জা আব্বাসের নেতৃত্বে কক্সবাজার গেলেও প্রশাসনের পক্ষ থেকে সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণের জন্য তা রোহিঙ্গাদের কাছে পৌঁছাতে দেয়া হয়নি।

প্রশাসনের কাছে বিএনপিকে ত্রাণ জমা দেয়ার জন্য বলা হলেও তারা নিজেরা বিতরণ করার কথা বলেন। যে কারণে উখিয়ার পথে রওনা হওয়া বিএনপির ত্রাণবাহী ট্রাক আটকে দেয় পুলিশ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মীর সরাফাত আলী সপু, শহিদুল ইসলাম বাবুল, আবুল বাশার প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা বেড়েই চলছে: ড্যাব 

এই বিভাগের সব খবর

শিরোনাম :