কলস শূন্যে ভাসিয়ে উড়ে বেড়ান মঞ্জুর

মনোনেশ দাস, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৭

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসি কলেজ রোড ইমাম বাড়ির বাসিন্দা মঞ্জুরুল হক। সামান্য এক আচার বিক্রেতা হয়েও তিনি গোটা গফরগাঁও, ময়মনসিংহ এমনকি সারাদেশে একজন জনপ্রিয় মানুষ। বৃদ্ধ বয়সেও রীতিমতো একজন হিরো। সাইকেল আর মোটরসাইকেল নিয়ে রেললাইনে উঠে মাথায় একসাথে অনেক কলস শূন্যে ভাসিয়ে উড়ে বেড়ান। চলন্ত সেই সাইকেল বা মোটরসাইকেল নিয়ে লাইনে রাখা স্টিকলাইট ভাঙেন। বাঁশের ওপর দিয়ে সাইকেল চালান তো কখনো দড়ির ওপর দিয়ে চলেন। মঞ্জুরের শারীরিক কসরত দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ।

দর্শকরা জানান, তার প্রদর্শিত অসংখ্য প্রদর্শনী আমাদের তাক লাগিয়ে দেয়।

রেল লাইনের ওপর দিয়ে একসাথে দুটি মোটরসাইকেল তার ওপর মাথায় কলস শূন্যে ভাসিয়ে নিয়ে চলা রীতিমত আতঙ্কের বিষয়। তাছাড়া তার খেলা দেখলে আমাদেরই মাথা ঘুরে পড়ে যাওয়ার ভয় সৃষ্টি হয়। মঞ্জুরুল হক সাইকেল নিয়ে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে যান বেশ অনায়াসেই।

মঞ্জুরুল হক ঢাকাটাইমসকে জানান, ৩৫ বছর আগে এ বিদ্যা অর্জন করেছি। কসরত দেখে লোকে ভয় পেলেও আমার আনন্দ লাগে। কসরত দেখাতে গিয়ে কোনদিন দুর্ঘটনার কবলে পড়েননি বলে জানান।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/ব্যুরো প্রধান/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :