খাগড়াছড়িতে কাল হরতাল, তিন দিনের অবরোধ ঘোষণা

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৯

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অনিয়ম দুর্নীতির অভিযোগে চলমান শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে ঘেরাও কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে আগামীকাল সোমবার হরতাল ডেকেছে সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি। এছাড়া তিন দিনের সড়ক অবরোধ কর্মসচি ঘোষণা দেয়া হয়েছে।

রবিবার সকাল থেকে উপজেলা পরিষদের সামনে লোকজন জড়ো হয়ে জেলা পরিষদের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে উপজেলা পরিষদের সামনেই এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল এবং ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সড়ক অবরোধ ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- কমিটির আহ্বায়ক সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা, সদস্য সচিব পৌর মেয়র রফিকুল আলম। এ সময় কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিস্থিতি মোকাবেলায় শহরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও গাড়ি নিয়ে টহল দিচ্ছে।

অপরদিকে জেলা পরিষদ মিলনায়তনে পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা কোনো দুর্নীতি করিনি। শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা যথা নিয়মেই অনুষ্ঠিত হবে। তিনি ঘেরাও কর্মসূচি আহ্বানকারীদের নিন্দা জানান। এসময় জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪৪ধারা অব্যাহত রয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :