সিরাজদিখানে কুকুরের কামড়ে আহত ২০, ভ্যাকসিন সংকট

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৯
ফাইল ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ২০ ব্যক্তি আহত হয়েছেন। তবে উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় বিপাকে পড়েছেন অনেকে। আহতদের মধ্যে দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে শনিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত একটি পাগলা কুকুর গ্রামের এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কমপক্ষে ২০ ব্যক্তিকে কামড় দেয়। পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত জয়নাল আবেদিন (৪৫) ও আব্দুল হালিমকে ঢাকার মহাখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাগলা কুকুরের কামড়ে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। অবশেষে গ্রামবাসী একত্রিত হয়ে শনিবার রাত ১১টার দিকে পাগলা কুকুরটিকে ধাওয়া করে লাঠিসোটা দিয়ে পিটিয়ে মেরে ফেলে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.দুলাল হোসেন জানান, ঘটনাটি আমি জানি। আহতদের ১১জন রোগী আমাদের স্বাস্থ্য কেন্দ্রে এসেছিল। কিন্তু প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় আমরা তাদের চিকিৎসা দিতে পারিনি। তবে সকলকে ঢাকায় মহাখালী হাসপাতালে গিয়ে এ ভ্যাকসিন নেয়ার পরমর্শ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :