আ.লীগের ত্রাণ উপ-কমিটি সদস্য হলেন অনিমেষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩০

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৫৩ সদস্যের এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে সদস্য হিসেবে ঠাঁই পেয়েছেন কুমিল্লার চান্দিনার ঐতিহ্যবাহী ঠাকুর পরিবারের সন্তান অনিমেষ চক্রবর্তী।

অনিমেষ চক্রবর্তী যুক্তরাজ্যের ইউনির্ভাসিটি অব এঙ্গলিয়া রাসকিন (চেমসফোর্ড, ক্যামব্রিজ) বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতোকোত্তর করেছেন। পাশাপাশি সাংবাদিকতার ওপরও কোর্স করেছেন লন্ডন স্কুল অব জার্নালিজম থেকে। ছাত্রলীগের রাজনীতি দিয়ে উঠে আসা এ নেতা পারিবারিকভাবেও আওয়ামী পরিবারের সন্তান।

২০১৬ থেকে ২০১৯ সালের মেয়াদে নতুন এ উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এ এফ এম ফখরুল ইসলাম মুন্সি এবং সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

কমিটিতে পাঁচজন সংসদ সদস্য ও কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকেও সদস্য করা হয়েছে।

ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/টিএ/জেডএ

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :