ভোলায় সাড়ে পাঁচ কোটি টাকার কারেন্টজাল জব্দ

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:১৮

ভোলায় আসন্ন মা ইলিশ রক্ষা অভিযানকে সামনে রেখে কোস্টগার্ডের বিশেষ অভিযানে পাঁচ কোটি ষাট লক্ষ টাকার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়েছে।

রবিবার কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার বিএন ডিকসন চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি অপারেশন টিম লে. দেবায়ন চক্রবর্তী, (এক্স), বিএন এর নেতৃত্বে দৌলতখাঁন উপজেলার লঞ্চঘাট সংলগ্ন এলাকা ও লালমোহন উপজেরার লালমোহন বাজারে অভিযান চালানো হয়। এসময় আনুমানিক ১৬ লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য আনুমানিক ৫ কোটি ৬০ লাখ টাকা। জব্দকৃত অবৈধ জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ইলিশ মাছসহ অন্যান্য মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :