চাঁদপুরে আড়াই হাজার বস্তা চালসহ ট্রলারডুবি

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪২ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৮
ফাইল ছবি

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মোহনায় দুই হাজার ছয়শ বস্তা চালসহ একটি ট্রলার ডুবে গেছে। রবিবার সন্ধ্যা সাতটার দিকে নৌ-সীমানার আনন্দ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর থেকে চাঁদপুর আসার পথে তীব্র স্রোতে ট্রলারটি ডুবে যায় বলে মোহনপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাবেদ হোসেন ঢাকাটাইমসকে জানিয়েছেন।

সূত্রে জানা গেছে, ট্রলারটিতে চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি রায় ট্রেডার্সের মালিক সুভাষ চন্দ্র রায়ের দুই হাজার বস্তা এবং রায় লক্ষ্মী ট্রেডার্সের মালিক সম্ভু নাথ সাহার ছয়শ বস্তা চাল ছিল। যার আনুমানিক মূল্য সাড়ে ৬২ লাখ টাকা।

চাঁদপুর চেম্বারের সভাপতি সুভাষ চন্দ্র রায় জানান, ফরিদপুর থেকে চাঁদপুর আসার পথে দুই হাজার ছয়শ বস্তা চালসহ স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়।

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন,নদীতে পুলিশ পাহারা রয়েছে। নদী থেকে চাল উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সব চেষ্টা করা হবে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :