লন্ডনে চ্যারিটি রান

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৮

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে ষষ্টবারের মত অনুষ্ঠিত হল মুসলিম চ্যারিটি রান। ইস্ট লন্ডন মসজিদ ও অন্যান্য চ্যারিটি সংস্থাগুলো ফান্ড সংগ্রহের লক্ষ্যে এই আয়োজন করে।

রবিবার সকাল থেকেই ভিক্টোরিয়া পার্কে লন্ডনের বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ জড় হতে থাকেন। সকাল সাড়ে ১০টায় দৌড় শুরুর প্রাক্কালে কিছু নিয়ম ও করণীয় সম্পর্কে উপস্থিত সবার উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন লন্ডন মুসলিম সেন্টারের নির্বাহী পরিচালক দিলওয়ার খান এবং দৌডের ব্যাপারে সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেন ইউকে বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের চেয়ারম্যান আরজ মিয়া।

বেলা সোয়া ১১টায় দৌড় শুরু হয়। ৫ কিলোমিটার এ দৌড় প্রতিযোগিতায় প্রায় ৪ শতাধিক সব বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় বিপুলসংখ্যক দর্শক, সমর্থক সেখানে উপস্থিত ছিলেন।

৫কিলোমিটার চ্যারিটি এই দৌড় প্রতিযোগিতায় যারা যথাসময়ে গন্তব্য পৌঁছে বিজয়ী হয়েছেন- তাদেরকে ৫টি ক্যাটাগেরিতে পুরস্কৃত করা হয়।

বিজয়ীরা হচ্ছেন- (অনুর্ধ ৫১) সানু মিয়া (৩৫-৫০), মুসলিম আল তাইয়েব (১৮-৩৪), ইব্রহিম আজাদ (১৩-১৭), মোহাম্মদ ইকরাম হোসেইন (অনুর্ধ ১২) বিজয়ীদেরকে ল্যাপটপ, ট্যাব্লেট, মাউন্ডটিন বাইকসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল-এর নির্বাহী মেয়র জন বিগস, ডিপুটি মেয়র সিরাজুল ইসলাম, এলএমসির নির্বাহী পরিচালক দিলওয়ার খান, ইস্ট লন্ডন মসজিদের প্রধান খতিব মাওলানা আব্দুল কাইয়ুম, মসজিদের জেনারেল সেক্রেটারি আইয়ুব খান প্রমুখ।

চ্যারিটি রানে ইস্ট লন্ডন মসজিদ, জামিয়াতুল উম্মাহ, মুসলিম হ্যান্ড, মুসলিম এইড, হিউম্যান রিলিফ ফাউন্ডেশনসহ বিভিন্ন চ্যারিটি সংস্থা অংশগ্রহণ করে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :