বগুড়ার মহাস্থানগড়ে সংস্কৃতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৯

বিশ্বের ৫০টি দেশের অংশগ্রহণে আগামী ডিসেম্বর মাসে বগুড়ার মহাস্থানগড়ে অনুষ্ঠিত হবে ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব হারমোনি’।

এ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর রবিবার সকালে উৎসবস্থল বগুড়ার মহাস্থানগড় পরিদর্শন করেন। বেলা ১১টায় হেলিকপ্টারে মহাস্থানগড়ে পৌঁছেন মন্ত্রী। এসময় প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন মন্ত্রীকে ঐতিহাসিক পটভূমি বর্ণনা করেন।

এ সময় মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন। তিনি বলেন, এই ধরনের ফেস্টিভ্যাল অনুষ্ঠান বগুড়াসহ ১৬ জেলাতেই অনুষ্ঠিত হবে। এই আয়োজন বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি মেলবন্ধন জোরদার করবে।

সফরে মন্ত্রীর সঙ্গে ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিম হোসেন, প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, জেলা কালচারাল অফিসার সাগর বসাক, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :