নাটোরের র‌্যাবের ফাঁদে বিদেশি অস্ত্রসহ যুবক

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১০

নাটোরের লালপুরে র‌্যাবের ফাঁদে পড়ে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ জিয়াউর রহমান (৩৪) নামে এক যুবক আটক হয়েছেন।

রবিবার বিকেলে উপজেলার নবীনগর গোরস্থান এলাকা থেকে অস্ত্র সহ তাকে আটক করা হয়েছে।

আটক জিয়াউর রহমান একই এলাকার মৃত বরকত কবিরাজের ছেলে।

র‌্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবীনগর এলাকায় অস্ত্র ব্যবসায়ী জিয়াউর রহমানের কাছ থেকে অস্ত্র কেনার জন্য যোগাযোগ করে র‌্যাবের সদস্য। এ সময় জিয়াউর রহমান জানায় তার কাছে একটি বিদেশি পিস্তল রয়েছে। কিনতে চাইলে তাকে নবীনগর গোরস্থান এলাকায় আসতে হবে। এতে র‌্যাব সদস্য ক্রেতা সেজে সেই গোরস্থান এলাকায় গিয়ে জিয়াউরের কাছ থেকে অস্ত্র কেনার জন্য প্রস্তুতি নিলে জিয়াউর একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি বিক্রির জন্য বের করে। এ সময় র‌্যাব সদস্যরা এলাকাটি ঘিরে নেয় এবং জিয়াউর রহমানকে অস্ত্র সহ আটক করে। পরে তাকে র‌্যাব-৫ এর সিপিসি-২ এর ক্যাম্পে নিয়ে এসে সাংবাদিকদের সামনে হাজির করে।

আটক জিয়াউর রহমানের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক বহন এবং সংরক্ষণ আইনে মামলা দায়ের করে লালপুর থানায় সোপর্দ করা হয়।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :