রোহিঙ্গাদের জন্য রাজপথে অভিনয়শিল্পীরা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১২ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৭

আবারও রাজপথে নেমে প্রতিবাদ জানালেন বাংলাদেশ চলচ্চিত্র পরিবার ও এর সঙ্গে জড়িত সকল অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক-প্রযোজকরা। তবে এবার নিজেদের কোনো দাবি দাওয়ার জন্য নয়। তাঁরা রাজপথে নেমেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতন, হত্যা এবং তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে।

পূর্ব ঘোষিত কর্মসুচি অনুযায়ী সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ লক্ষ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের ১৮ সংগঠনের সকল শিল্পী-কলাকুশলীরা সেখানে উপস্থিত ছিলেন।

অভিনয়শিল্পীদের মধ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, অভিনেতা ফারুক, ফেরদৌস, রুবেল, আমিন খান, রিয়াজ, হেলাল খান ও আমজাদ হোসেনসহ আরও অনেকে।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে মিয়ানমারের সেনা অভিযানে রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন বন্ধের আহবান জানান শিল্পীরা। অভিনয়শিল্পীরা তাদের বক্তৃতায় রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর অমানবিক জীবনের চিত্রও তুলে ধরেন।

চলচ্চিত্রশিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে চলচ্চিত্র পরিবার ও অভিনয়শিল্পীদের সঙ্গে নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। মানবতার কল্যাণেই আমাদের আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এখানে আমরা ব্যাপক সাড়া পেয়েছি।’

ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

তৃতীয় বিয়েটা কবে করবেন আমির খান? প্রশ্ন শুনে যা হলো

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :