রোহিঙ্গা ইস্যু নিয়ে চক্রান্তের জাল বুনছেন খালেদা: ইনু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘রোহিঙ্গা সমস্যা’ ব্যবহার করে জঙ্গিবিরোধী আন্দোলন দুর্বলের চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বলেছেন, ‘বেগম জিয়ার কথা শুনেই মনে হয় এই মানবিক বিপর্যয় নিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের পাশাপাশি সমগ্র বিশ্ব এবং জাতিসংঘ যে ব্যাপক তৎপরতায় কাজ করছে তা তিনি দেখতে পারছেন না। তাতে এটাই স্পষ্ট যে, কোনো সমাধান তার কাম্য নয়, বরং রোহিঙ্গা সমস্যাকে কেন্দ্র করে সরকারকে ঘায়েল করার এক চক্রান্তের জাল বোনার চেষ্টা করছে খালেদা জিয়া। সাম্প্রদায়িকতার জিগির তুলে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ খুঁজছেন তিনি।’

সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

সম্প্রতি খালেদা জিয়া এক বিবৃতিতে বলেছেন, ‘সরকারের দুর্বল তৎপরতায় রোহিঙ্গা সমস্যা শোচনীয়। ত্রাণ দিতে পারছে না সরকার।’ খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাসানুল হক ইনু বলেন, ‘মনে রাখতে হবে অন্যের সমস্যা আমাদের ঘাড়ে এসে পড়েছে। আমরা বর্ডার বন্ধ করে দিতে পারতাম। কিন্তু মানবতা ও মনুষ্যত্বকে সর্বোচ্চ স্থান দিয়ে আমরা সমস্যাটা গ্রহণ করেছি। কারণ মানবিক সংকট নিয়ে শেখ হাসিনার সরকার রাজনীতি করেন না।’

মন্ত্রী বলেন, ‘সরকার প্রাথমিকভাবে মানুষ বাঁচানোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আশ্রয়-খাদ্য-চিকিৎসা-ত্রাণ- দিচ্ছে। নিজস্ব সম্পদ দিয়ে সাহায্য করছে। দেশের মানুষ এগিয়ে এসেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে এসেছে, আসছে। সেখানে দুঃখের বিষয়, বিএনপি ও অনেকেই এনিয়ে রাজনীতি করছে। মিথ্যাচার করছে, এতে দেশের ক্ষতি। কারণ এতে সমাধানের বদলে সমস্যা জিইয়ে থাকতে পারে।’

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এমএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :