কিশোরগঞ্জে শিক্ষার্থীকে কুপিয়ে জখম

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৬ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০১

কিশোরগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। ওই শিক্ষার্থী এখন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ নামাপাড়া এলাকার মাদকাসক্ত ও সন্ত্রাসীদের সাথে বিরোধ চলে আসছিল একই এলাকার মো. কাউছার আকন্দ লিটনের ছেলে আইয়ুব হেনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহাদাৎ আকন্দের। তার বাড়িতে গিয়ে সন্ত্রাসীরা এর আগে প্রাণনাশের হুমকি দিয়েছিল বলেও অভিযোগ পাওয়া গেছে।

এসবের জের ধরে গত ৫ সেপ্টেম্বর লতিবাবাদের উজ্জলের নেতৃত্বে ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই শিক্ষার্থীর বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ তার পরিবারের। এ সময় তারা লুটপাট করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

সন্ত্রাসীরা শিক্ষার্থী শাহাদাৎ আকন্দের গলায় ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার গলায় ছোট বড় ১৩টি রগ কাটা গেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় শিক্ষার্থী শাহাদাৎ আকন্দের বাবা মো. কাউছার আকন্দ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পুলিশের সোর্স হত্যা: পলাতক দুই আসামি গ্রেপ্তার

ডিজিটাল হুন্ডিতে ৪০০ কোটি টাকা পাচার, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইউটিউবে জাল টাকা তৈরি শেখা, রাজমিস্ত্রি-জেলেকে নিয়ে গড়ে তোলা হয় চক্র

দুর্নীতি মামলায় মেজর মান্নান কারাগারে

ভুয়া নিয়োগপত্রে কোটি কোটি টাকা আত্মসাৎ

শিশু বিক্রির অর্ডার নিয়ে অপহরণ করতেন তারা

দুর্নীতির অভিযোগে রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা ​​​​

যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ২২ বছর ধরে তরমুজ ও ওষুধ বিক্রেতা, অতঃপর...

বিমানবন্দরে ডলার কারসাজি, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :