শিশুর সুরক্ষায় যত প্রযুক্তি

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৬

প্রযুক্তির ছোয়া লেগেছে শিশুদের জীবনেও। তাদের জীবন-যাপন ও সুরক্ষায় ব্যবহৃত হচ্ছে নানা প্রযুক্তি। এসব প্রযুক্তি ব্যবহারে অভিভাবকরা অনেকটাই নিশ্চিত হচ্ছেন। পাশাপাশি শিশুর বেড়ে ওঠাও নিশ্চিত করা যাচ্ছে।

কিছুই গোপন থাকে না

সবে জন্ম হলো, প্রায় সঙ্গে সঙ্গে ক্যামেরা চালু৷ সদ্যোজাত শিশুদের ক্ষেত্রেও ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের প্রবণতা বাড়ছে৷ শুধু ঘরে বসে নয়, বাইরে থেকেও ইন্টারনেটের মাধ্যমে তাদের উপর নজর রাখার জন্য ভিডিও ক্যামেরা রয়েছে৷ এই সব বাবা-মা অবশ্য নিজেরাও সাধারণত বেশ প্রযুক্তি সচেতন৷

শিশুর ঘরে নজরদারি

ট্যাবলেটের মাধ্যমে ডিজিটাল ক্যামেরা চালাতে আলাদা অ্যাপ রয়েছে৷ সেই ক্যামেরা আবার শিশুর ঘরের তাপমাত্রা, বাতাস ইত্যাদি পরিমাপ করে তার হিসাব রাখে৷

বাবা-মা লক্ষ্য রাখছে শিশু কান্না জুড়ে দিলে ক্যামেরা-সিস্টেম অ্যালার্ম বাজিয়ে দেয়৷ বাবা-মা মনিটরে দেখতে পান, তাদের শিশু কী করছে৷ শিশু নিয়মিত নড়াচড়া করছে কিনা, বিছানায় পাতা বিশেষ চাদর আবার সেদিকে খেয়াল রাখে৷ শিশু স্থির থাকলে ২০ সেকেন্ড পর অ্যালার্ম বেজে ওঠে৷

সবদিকেই নজর একাধিক সন্তান থাকলে অথবা শিশুর ঘরের প্রতিটি অংশের উপর নজর রাখতে চাইলেও সে ব্যবস্থা আছে। বাবা-মা নিশ্চিন্তে সোফায় বসে মনিটরে সব ক্যামেরার ছবি দেখতে পারেন৷

শিশুর স্বাস্থ্য পরীক্ষা একই যন্ত্র দিয়ে শিশুর রক্তচাপ, অক্সিজেন, হৃদযন্ত্র পরিমাপ করা যায়৷ রিস্টব্যান্ড, মোজা অথবা রম্পারের মাধ্যমে বাবা-মা তাদের শিশুর শরীরের নানা ক্রিয়ার উপর নজর রাখতে পারেন৷ বিশেষজ্ঞদের মতে, গোটা বিশ্বে এমন ‘বেবি ওয়্যারেবেল্স’-এর বাজারে প্রায় ৯০ কোটি ইউরো লেনদেন হয়৷ ২০২৪ সাল পর্যন্ত সংখ্যাটা ১৩০ কোটি ছুঁতে চলেছে৷

ঘরের মধ্যেই দূষণ অ্যালার্ম কাঠের তৈরি পাখির বাসার মতো দেখতে হলেও এই যন্ত্র আসলে ঘরের বাতাস বিশ্লেষণ করে৷ নেদরাল্যান্ডসের এক কোম্পানি ‘ফার্স্ট ব্রেথ’ নামের এই ডিভাইস তৈরি করেছে৷ বাতাসে ক্ষতিকারক পদার্থ শনাক্ত করলেই তাতে অ্যালার্ম বেজে ওঠে৷ আসবাবপত্র, ঘর পরিষ্কারের তরল ক্লিনার, পশুর রোম অথবা রান্নাঘরের ধোঁয়াও শিশুর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে৷

ঘরে-বাইরে ‘মুশকিল আসান’ প্রযুক্তির ছোঁয়া না থাকলেও এই বহুমুখী খাটের অভিনবত্ব কম নয়৷ ‘লা মুল্টি’ নামের এই ‘মুশকিল আসান’ আসবাবকে সহজেই বিছানা, দোলনা, বাথটব, চেয়ার অথবা ডায়াপার বদলানোর ইউনিটে পরিণত করা যায়৷ বিশেষ করে বাইরে বেড়াতে গেলে ‘লা মুল্টি’ বড় কাজে লাগে৷ এটি ভাঁজ করে সুটকেসের মতো টেনে নিয়ে যাওয়া যায়৷

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :