কুমিল্লায় ওএমএস চালে আগ্রহ নেই ক্রেতাদের

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:২৯

কুমিল্লায় ওএমএস চাল বিক্রি শুরু হয়েছে। রবিবার সারাদেশে চাল বিক্রি শুরু হলেও কুমিল্লায় সোমবার সকাল থেকে বিক্রি শুরু হয়েছে। কিন্তু তাতে সাড়া নেই ক্রেতাদের।

কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ২০টি কেন্দ্রে চাল বিক্রি হচ্ছে। ৩০ টাকা দরে কেজিতে আতপ চাল জনপ্রতি ৫ কেজি করে বরাদ্দ রয়েছে। কিন্তু এ অঞ্চলে ভাতের জন্য আতপ চাল ব্যবহৃত না হওয়ায় বিক্রয় কেন্দ্রগুলোতে ক্রেতার সংখ্যা একেবারেই কম। বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, ডিলাররা চাল নিয়ে বসে আছেন।

ক্রেতারা জানান, চালের মান ভালো নয়। তাছাড়া এ চাল ভাত হিসেবে খেতে তারা অভ্যস্ত নন। একই কথা জানান ডিলাররাও।

ডিলাররা জানান, আতপ চাল খেতে এই এলাকার মানুষ অভ্যস্ত নয়। সিদ্ধ চাল হলে সকাল থেকেই হুমড়ি খেয়ে পড়ত ক্রেতারা।

এদিকে ওএমএস তালিকায় ১৭ টাকা কেজি দরে আটা দেয়ার কথা থাকলেও আটার বরাদ্দ নেই।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ফারুক হোসেন জানান, কুমিল্লায় প্রতি ডিলারকে ৫শ’ কেজি করে চাল দেয়া হয়েছে। যা আগামী এক মাস সপ্তাহে ছয় দিন করে বিক্রি হবে।

এই এলাকার মানুষ আতপ চাল খেতে অভ্যস্ত নয় স্বীকার করে তিনি বলেন, সরকার আতপ চাল বরাদ্দ দিয়েছে। এখানে আমাদের কী করার আছে।

এদিকে আটার বরাদ্দ নেই বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :