সেক্যুলার নয়, আ.লীগ পিকুলিয়ার দল: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩৭ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৬

আওয়ামী লীগ সেক্যুলার দাবি করলেও সেক্যুলার নয় এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ একটি পিকুলিয়ার (অদ্ভুত) দল। কারণ, এরা যেকোনো সময় নিজের স্বার্থে কাজ করতে পারে।’

সোমবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি একথা বলেন। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে পুলিশের হামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

গয়েশ্বরের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘ধর্মীয় অনুষ্ঠানের একটি আয়োজনে পুলিশ যে নগ্ন হামলা করেছে, এই হামলা আর রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের হামলার মধ্যে কি কোনো পার্থক্য আছে? তারা (মিয়ানমার) জাতিগত নির্মূল করছে, তারা রোহিঙ্গা মুসলমান ও হিন্দুদের অত্যাচার করছে। ...অং সান সু চির নিরাপত্তা বাহিনী আর শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনী এক কাজ করেছে।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনা লেভেল প্লেয়িং ফিল্ড করছেন। অর্থাৎ, বিরোধী মতকে লেভেল করে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছেন শেখ হাসিনা। সেক্যুলারিজম বা অন্য ধর্মের প্রতি তাদের কোনো মত নেই, তাদের একটাই ধর্ম—তারা জোর করে ক্ষমতায় থাকবে। এর মধ্যে যদি কারও কাছ থেকে বিরোধী মত শোনে, তখন সেটিকে লেভেল প্লেয়িং ফিল্ড বানানোর চেষ্টা শুরু করে।’

মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘অব্যবস্থাপনার কারণে সারা বাংলাদেশের মানুষ কষ্টে আছে। চালের দাম সীমা অতিক্রম করেছে। সাধারণ গরিব মানুষ চাল কিনে খাওয়ার অবস্থায় নেই।’

নজরুল বলেন, ‘মিয়ানমার সরকার রোহিঙ্গাদের হত্যা করছে। হাজার হাজার মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সেই মিয়ানমারে খাদ্যমন্ত্রী গেলেন চাল কিনতে। যদি বাধ্য হয়ে গিয়ে থাকেন, তাহলে তো তার স্ত্রীকে নিয়ে যাওয়ার কথা না। সস্ত্রীক তার এই আনন্দভ্রমণ এই সময়ে হওয়া কোনোমতেই উচিত হয়নি।’

বর্তমান সরকারের সময় বিরোধী দল নয়, সব ধর্মও বাধার সম্মুখীন হচ্ছে এমন দাবি করে তিনি বলেন, ‘কেউ এই সরকারের আমলে রাজনীতি করতে পারবে না, ধর্মও পালন করতে পারবে না। এসব করতে হলে তাকে আওয়ামী লীগ করতে হবে, এই পরিস্থিতি আসবে বলে মুক্তিযুদ্ধ করা হয়নি।’

মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সুকোমল বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধনে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :