গাইবান্ধায় খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সিপিবির

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৯

চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও গরিব মানুষদের জন্য সরকার ঘোষিত ১০ টাকা মূল্যে চাল বিক্রি আবার চালুর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সোমবার শহরের ১নং ট্রাফিক মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বক্তারা বলেন, চালের মজুদ নিয়ে খাদ্যমন্ত্রীর অতিকথন ও মিথ্যাচার, সঠিক সময়ে চাল আমদানির সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়াতে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে।

বক্তারা অবিলন্বে এই পরিস্থিতির জন্য দায়ী খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

এছাড়া বক্তারা চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও চালের মূল্য কমাতে অবিলন্বে শহর বন্দর হাটে বাজারে খোলা বাজারে চাল বিক্রি শুরু, গরিব মানুষদের জন্য সরকার ঘোষিত ১০ টাকা মূল্যে চাল বিক্রয় আবার চালুর দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন- কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :