তৃতীয় দিনেও ময়মনসিংহ মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৪

হোস্টেলের নিরাপত্তার জন্য পুলিশ ক্যাম্প স্থাপনসহ ৬দফা দাবীতে ৩য় দিনের মতো ক্লাস বর্জন অব্যাহত রেখেছে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

তবে প্রধান ফটকে ঝুলিয়ে দেয়া তালা খুলে দেয়ার পাশাপাশি অবস্থান কর্মসূচি তুলে নিয়েছে শিক্ষার্থীরা।

এদিকে সোমবার সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা।

মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান জানান, আগামী সাত দিনের মধ্যে কর্তৃপক্ষ আমাদের সকল দাবি বাস্তবায়ন করবেন বলে আশম্বাস দিয়েছেন। ফলে আমরা অবস্থান ধর্মঘট তুলে নিয়েছি। দাবি বাস্তবায়ন হলেই ক্লাসে ফিরে যাবেন শিক্ষার্থীরা।

শহরের বাঘমারা এলাকায় অবস্থিত ময়মনসিংহ মেডিকেল কলেজ হোস্টেলের সেপটিক ট্যাংক থেকে গত ১৪ সেপ্টেম্বর বিকালে জাহাঙ্গীর নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তার দাবি তোলেন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :